1. polashcox@gmail.com : @Polash :
  2. aimrashed20@gmail.com : Amirul Islam Rashed : Amirul Islam Rashed
Title :
 অনুষ্ঠিত হল জেলার সর্ববৃহৎ “আইডিয়াল ট্রাস্ট পিইসি মেধাবৃত্তি” ঢাকা পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা ইসলামী ব্যাংক বাংলাবাজার এজেন্ট শাখার গ্রাহক সমাবেশ সম্পন্ন চকরিয়াতে ১১ ফুট লম্বা অজগর অবমুক্ত করলো উত্তর বনবিভাগ সেভ দ্যা হিউমিনিটি কক্সবাজারের পক্ষ থেকে ৫শ ত্রাণ বিতরন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জেলা প্রশাসককে স্মারকলিপি “সেভ দ্যা হিউমিনিটি কক্সবাজার” পক্ষ থেকে মেধাবৃত্তি প্রদান সেভ দ্যা হিউমিনিটি কক্সবাজারের দ্বিবার্ষিক সম্মেলন ২০২৪ সম্পন্ন পৌরসভার কর্মচারী লিয়াকত আলি’র বিরুদ্ধে দুদকে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

কক্সবাজার ঘোনাপাড়া ছিনতাইকারীর দায়ের কুপে গৃহবধু আহত  

  • Update Time : Friday, January 19, 2024
  • 183 Time View

নিজস্ব সংবাদদাতাঃ কক্সবাজার পৌরসভার পূর্ব ঘোনাপাড়া দায়ের কুপে এক গৃহবধু মারাত্মকভাবে আহত হয়েছে। আহত নিলুফা আক্তার পূর্ব ঘোনাপাড়া সিরাজুল ইসলাম এর স্ত্রী এবং কক্সবাজার সংবাদপত্র হকার সমিতির সভাপতি শহিদুল ইসলাম এর বোন বলে জানা গেছে। আহত নিলুফা আক্তার কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গত ১৮ই জানুয়ারী বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৬ঘটিকার সময় পৌরসভার পূর্ব ঘোনাপাড়া মহেশখালীয়া পাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

ভিকটিম নিলুফা আক্তার এর স্বামী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ৫জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেছেন। ১ ও ২ নং আসামীরা হলেন, নুর আয়েশ ও তার স্বামী কসাই আনু, বাকি ২জন কসাই আনু দুই পুত্র রাসেল ও জিসান এবং তার শালী মায়াতু। তাদের বাড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ড পূর্ব ঘোনাপাড়া কক্সবাজার।

এজাহারে উল্লেখ রয়েছে, আহত নিলুফা আক্তার ঘটনার দিন বিকেলে তার বড় ভাই কক্সবাজার পত্রিকার হকার সমিতির সভাপতি শহিদ হতে ২০ (বিশ) হাজার টাকা হাওলাদ করে নিজ বাড়িতে রওয়ানা করে। পূর্ব ঘোনারপাড়া মহেশখালীয়া পাড়া নামক স্থানে পূর্বে থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা অতর্কিত তার উপর হামলা করে। টাকা ছিনিয়ে নিতে ব্যর্থ হওয়ায় ওৎপেতে থাকা সন্ত্রাসীরা দায়ের কুপ দিয়ে মাথায় আঘাত করে। এক পর্যায়ে নিলুফা আকতার অজ্ঞান হয়ে পড়লে সন্ত্রাসীরা তার কাছে থাকা মোবাইল,টাকা,স্বর্ণলংকার যার আনুমানিক মূল্য প্রায় ২ (দুই লক্ষ টাকা) নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে নিলুফা আকতারের স্বামী বাদী সিরাজুল ইসলাম ও স্বাক্ষীগনের সহযোগীতায় আহত ভিকটিম কে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যায়।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, অপরাধী যে হউক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। বিষয়টি আমি অবগত আছি শিঘ্রী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
©সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ সমুদ্রকণ্ঠ
Site Customized By NewsTech.Com