নিজস্ব প্রতিবেদক :: ২০২৪ সালে অনুষ্ঠিতব্য প্রজন্ম ৯৫ বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল অর্জন করেছেন রামু উপজেলার বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মাহিয়ানুর হাসনা মাহী। মাহী রেমিট্যান্স যোদ্ধা প্রবাসি মোহাম্মদ হাশেম ও কহিনুর আক্তার দম্পতির দ্বিতীয় কন্যা সন্তান । এর আগেও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মাহী আইডিয়াল ট্রাস্ট, কিন্ডারগার্টেন ও সরকারি বৃত্তি পেয়েছেন।
সাধারণ বুদ্ধিবৃত্তিক মাত্রা, বিশেষ শিক্ষা প্রবণতা, সৃজনশীল চিন্তন, নেতৃত্বদানের দক্ষতা, দর্শন ও শিল্পকলার প্রতি প্রবণতা, বিভিন্ন মনোপেশীয় ক্ষমতা রাখা শিশুরা মেধাবী হয় এবং এসব প্রতিভাবান শিশুরা সম্পদ হিসেবেই বিবেচিত।
বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মাহিয়ানুর হাসনা মাহী। সে ছোটবেলা থেকে খুব মেধাবী ও শিক্ষা অর্জনে চতুর। সে তুখোড় মেধাবী হওয়ার পিছনে রয়েছে পিতামাতার শিক্ষা, সচেতনতা, সাহস ও প্রচেষ্টা। ক্লাসের পড়া ক্লাসে আদায় করতে সক্ষম ছোট্ট মাহী। পাশাপাশি সে পড়া না বুঝলে শিক্ষকের সাথে কথা বলে সমাধান করিয়ে নেয়। ক্লাসে সক্রিয় অংশগ্রহণের প্রচেষ্টা তাঁর নিত্যদিনের অভ্যাস। মেধাবী মাহীর রয়েছে দৃঢ় আত্মবিশ্বাস অটুট মনোবল। নতুন কিছু শেখার ও জানার অদম্য আগ্রহ ও প্রচেষ্টায় যেনো ব্যস্ততা তাঁর। শিক্ষক ও পরিবারের নির্ধারিত লক্ষ্য অর্জনে পড়াশোনা করছেন মাহী। সে পড়াশোনা নিয়ে অজুহাত খোঁজে না। পড়াশোনার পাশাপাশি ছবি অঙ্কনে পারদর্শী মাহী। খুব সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে পারে মাহী। পড়াশোনার প্রতি ফাঁকি না দেওয়ার অভ্যস্ততায় তাঁর বৃত্তি অর্জনের মূল শিকড়। সে শুধুই পড়ে তা নয় নিয়মিত ফলোআপ ও রিভিশনও দেয়।
মাহিয়ানুর হাসনা মাহীর স্বপ্ন সে বিসিএস প্রশাসন ক্যাডার হবে। অপ্রতিরোধ্য গতিতে পিতামাতার স্বপ্ন পূরণে নিজের লক্ষ্যে এগিয়ে যাবে মাহী। স্বপ্ন পূরণের জেদ ও আত্মসম্মান তাকে অনেক দূর এগিয়ে নিবে এবং মা -বাবার স্বপ্ন পূরণে মাহী সকলের নিকট দোয়া চেয়েছেন।
Leave a Reply