কক্সবাজারের রামু দক্ষিণ মিঠাছড়ির ফকিরা মুরা এলাকায় জমি সংক্রান্ত জেরে হামলার ঘটনায় হামিদুল হক শিরোনামে কক্সবাজারের অনিবন্ধিত টিটিএন নিউজ পেইজে গত ৯ সেপ্টেম্বর প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
উক্ত সংবাদটি আজগুবি, মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত, ভুয়া সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
মিঠাছড়ি এলাকার চিহ্নিত সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা ছালেম তামজিদ প্রকাশ প্রমিদ সাংবাদিকদের মোটা অংকের বিনিময়ে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে।
মূলত শাক দিয়ে মাছ ঢা৺কার কার চেষ্টা করছে সন্ত্রাসী প্রমিদ।
দক্ষিণ মিঠাছড়ি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ছালেম তামজিদ প্রকাশ প্রমিদের নেতৃত্বে গত ৪ সেপ্টেম্বর ৮/১০জন অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে আমার ফকিরা মুরার বাড়িতে হামলা চালিয়ে নগদ ১১ লক্ষ টাকা, স্বর্ণালংকার লুট, বাড়িঘর ভাঙচুরের ঘটনা ও মামলা ধামাচাপা দিতে মিথ্যা নাটক সাজিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এই ঘটনার ব্যাপারে রামু থানায় এজাহার জমা দিয়েছি। এবং রামু থানার ইনচার্জ দুই পক্ষকে ডেকেছিলেন কিন্তু আমরা থানায় উপস্থিত হলেও সন্ত্রাসী ছালেম তামজিদ প্রমিদ গং উপস্থিত হয়নি।
সংবাদে আরও বলা হয়েছে প্রমিদ গং আমার কাছে টাকা পাবে বলে অভিযোগ করছে। যদি টাকা পেয়ে থাকে উপযুক্ত প্রমাণাদি উপস্থাপন বা সমাজে বিচার না দিয়ে গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে বারোটায় আমার বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর, ১১ লাখ টাকা লুট ও আমার স্ত্রী, বোনসহ চারজনকে গুরুতর আহত করেছিল এই চিহ্নিত সন্ত্রাসী প্রমিদ।
আমি প্রতিবাদকারী একজন টিনধারী ব্যবসায়ী আমার বিরুদ্ধে অস্ত্রের অভিযোগ এনে মিথ্যা সংবাদ প্রকাশ খুবই দুঃখজনক। ভবিষ্যতে এহেন সংবাদপ্রকাশে সাংবাদিক ভাইদের আরো যত্নশীল হওয়ার জন্য অনুরোধ করছি।
প্রতিবাদকারী
হামিদুল হক
পিতা হাজী দুলা মিয়া
দক্ষিণ মিঠাছড়ি, রামু, কক্সবাজার।
Leave a Reply