বার্তা পরিবশেকঃ
কক্সবাজার জেলার মানবতার অন্যতম সংগঠন “সেভ দ্যা হিউমিনিটি কক্সবাজার” পক্ষ থেকে কক্সবাজার সরকারী কলেজের অনার্স বাংলা বিভাগের ২য় বর্ষের মেধাবী শিক্ষার্থী ও বাংলা গবেষক জনাব মোহাম্মদ ইউনুসকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা ককসবাজার জজকোর্টের সিনিয়র আইনজীবি রমিজ আহমদের হাত থেকে মোহাম্মদ ইউনুস কে শিক্ষা বৃত্তি প্রদান করেন। এতে আরো উপস্থিত ছিলেন,উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য রাশেদুল আরফাত,বিদায়ী সভাপতি মোহাম্মাদ ফয়সাল,সভাপতি জনাব,প্রকৌশলী বশির উদ্দিন মাহমুদ,সহ-সভাপতি জনাব,মোহাম্মদ জাহেদ,সেক্রেটারী জনাব,সাইফুল ইসলাম!এতে আরো উপস্থিত ছিলেন সেভ দ্যা হিউমিনিটি কক্সবাজার এর নির্বাহী কমিটির সদস্য বৃন্দ!!এটি “সেভ দ্যা হিউমিনিটি কক্সবাজার”এর ২৭তম প্রকল্প!! এই ধরনের প্রকল্প কক্সবাজার জেলায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উচ্চতর ডিগ্রি নেওয়ার ক্ষেএে সহায়ক-শক্তি হিসাবে ভুমিকা পালন করবে!
Leave a Reply