আমিরুল ইসলাম মো:রাশেদ :::কক্সবাজারের চকরিয়ার থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। এটির দৈর্ঘ্য সাড়ে ১১ ফুট। ওজন ১০ কেজি। ১৬ সেপ্টেম্বর সকালে দিকে উত্তর বনবিভাগের আওতাধীন গভীর বনাঞ্চলে অজগরটি অবমুক্ত করা হয়েছে।
সময়ের আলোকে এতথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন সংরক্ষক মো:আনোয়ার হোসেন সরকার।
তিনি বলেন, সোমবার সকাল ১১ টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী বিট সংলগ্ন আর্মি ক্যাম্পে অজগরটি দেখতে পান। পরে তাঁরা বন বিভাগে খবর দেন। আনুমানিক ১০ ফুট লম্বা, ১০ কেজি ওজনের অজগর সাপটি উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত সাপটিকে চিকিৎসা দিয়ে ওইদিন দুপুর ১২ টার দিকে ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে নিরাপদে অবমুক্ত করা হয়।
তিনি আরও বলেন, ফাঁসিয়াখালীর সংরক্ষিত গভীর বনাঞ্চলের ভেতরে বনকর্মী ও বনরক্ষা সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মাধ্যমে অজগরটি অবমুক্ত করা হয়েছে। মানুষ আগে সাপ দেখলে পিটিয়ে মেরে ফেলতেন। বন্য প্রাণী হত্যা না করার প্রচার-প্রচারণায় মানুষ আজ সচেতন হতে চলেছে। তারই সূত্র ধরে অজগরটি রক্ষা পেল।
Leave a Reply