প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার জেলার দৈনিক মেহেদী পত্রিকার সহ-সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন বশির উদ্দিন মাহমুদ. দৈনিক মেহেদী পত্রিকার নতুন সহ-সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বশির উদ্দিন মাহমুদ। তার অভিজ্ঞতা ও দক্ষতা পত্রিকার সম্পাদকীয় বিভাগকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে। বশির উদ্দিন মাহমুদ দীর্ঘদিন ধরে সংবাদপত্রের সঙ্গে জড়িত। তার প্রজ্ঞা ও লেখনীর দক্ষতা পাঠক মহলে প্রশংসিত। পত্রিকার সম্পাদক তার নিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, “বশির উদ্দিন মাহমুদের অন্তর্ভুক্তি আমাদের পত্রিকার জন্য একটি নতুন অধ্যায় উন্মোচন করবে। তার অভিজ্ঞতা ও প্রতিভা আমাদের লক্ষ্য পূরণে সহায়ক হবে।
নিয়োগের পর বশির উদ্দিন মাহমুদ বলেন, “দৈনিক মেহেদী পত্রিকার সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। পত্রিকার নীতিমালা অনুসরণ করে পাঠকদের সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ উপহার দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।” এ নিয়োগের মাধ্যমে দৈনিক মেহেদী পত্রিকা তাদের মানোন্নয়নের ধারাবাহিকতায় আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।বশির উদ্দীন মাহমুদ সুদূর চীন দেশ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি,এমএসি ডিগ্রি লাভ করেন!!
Leave a Reply