নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার—৩ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, ‘কক্সবাজার পর্যটন শহর। তাই এখানে আঞ্চলিকতার পাশাপাশি রাখাইন ভাষা দ্বিতীয় ভাষা হতে পারে। এতে পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই শুধু রাখাইন নয়, অন্য ধর্মের মানুষদেরও রাখাইন ভাষায় পারদর্শী হিসেবে গড়ে তোলা প্রয়োজন। যাতে এই ভাষা হারিয়ে না যায়। রাখাইন ভাষা রক্ষা ও প্রসারতায় জন্য স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে।’
রবিবার (১৭) ডিসেম্বর সন্ধ্যায় রাখাইন সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত সভায় সাংসদ কমল আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সাড়ে ১৪ বছরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তাই চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই। আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে, জননেত্রী শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী করতে হবে। তিনি না থাকলে দেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ান হবে, জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠবে।’
রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মং থেন হ্লা এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ডাঃ মাঁয়েনু, বুমা, রামু শাখার সদস্য মাথেনু, খুরুশকুল শাখার মেসান, চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের সদস্য উচাছিনসহ আরও অনেকেই।
সভা সঞ্চালনা করেন রাখাইন একতা সংঘের সভাপতি উছেন থোয়েন।
এসময় রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply